মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে কালকিনিতে নদী থেকে অবৈধভাবে উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পুলিশের সহযোগিতায় অভিযান চালান কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান। এসময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালকিনিতে আড়িয়াল খা ও পালরদী নদী থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এমন খবর পেয়ে কালকিনি পুরান বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আড়িয়াল খাঁ নদী থেকে বালু উত্তোলনপূর্বক পুরান বাজার সংলগ্ন এলাকায় বালু আনলোড করার সময় উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কোলচরী সস্তাল এলাকার মৃত আবদুস সোবহান ঢালীর ছেলে ড্রেজার কর্মী আবদুর রহমান নামের একজন আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর ১৫ ধারা অনুযায়ী ঐ ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের এ রকম অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে এসআই মো. রাজীব হোসেনের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।