মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কালকিনিতে অবৈধ দখলে ফুটপাত, চলাচলে দুর্ভোগ

রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এতে সড়ক সরু হয়ে পড়ায় জনগণের চলাচলে ভোগান্তির পাশাপাশি বেড়েছে যানজট ও ছোটখাটো দুর্ঘটনা।

প্রশাসনের পক্ষ হতে মৌখিকভাবে বার বার এসব অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হলেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ।

সরেজমিন দেখা যায়, কালকিনি পুরান বাজার পালরদী নদীর তীর ও তীরে থাকা ফুটপাত দখল করে অনেকগুলো অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এছাড়া নদীর পাড় দিয়ে কালকিনি-কালিগঞ্জ সড়কের দুইপাশ এবং কালকিনি থানার মোড় হতে পালরদী নদীর ব্রীজ পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে অনেকগুলো স্থাপনা ও দোকান তৈরি করা হয়েছে। ফুটপাতজুড়ে ব্যবসায়ীদের পসরা আর ক্রেতাদের ভিড়ের কারণে জনসাধারণের পায়ে হাঁটার চলার পথ এখন মূল সড়ক। ফুটপাতে জায়গা না পেয়ে তারা ঝুঁকি নিয়ে যানবাহনপূর্ণ রাস্তায় দিয়ে চলাচল করছেন।এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। তাছাড়া জনগণ রাস্তা দিয়ে চলাচল করার কারণে সৃষ্টি হচ্ছে যানজট।

এলাকার পথচারীরা বলেন, ফুটপাতে গড়ে উঠেছে খাবারের দোকান,ফলের দোকান, চায়ের দোকানসহ নানান ধরনের ব্যবসার স্থাপনা। দেখে বোঝার উপায় নেই, এটি ফুটপাত। হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই এখানে। তাই বাধ্য হয়ে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হয়।

ইতিপূর্বে তৈরি এসব অবৈধ দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার ফলে অনেকেই নতুন করে অবৈধ স্থাপনা তৈরির প্রস্তুতি নিচ্ছে। তাই দ্রুত এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উত্তম কুমার দাস বলেন, ফুটপাতের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইতিপূর্বে কয়েক দফা ব্যবস্থা নেয়া হয়েছে। তারা আবার পুনরায় ফুটপাত দখল করে দোকানপাট করছে। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু আশ্বাস নয়, বাস্তবে অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করে পথচারীদের হাঁটার সুযোগ করে দেয়া হোক এমনটাই দাবি সাধারণ মানুষের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ