বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কালকিনিতে প্রথম শিশুদের জন্য ইনডোর বিনোদন কেন্দ্র স্থাপন

আজাদ হোসেন, কালকিনি(মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো শিশুদের বিনোদনের জন্য ইনডোর শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে কালকিনি-ভুরঘাটা সড়কের ব্রাক অফিস সংলগ্ন দুবাই প্লাজায় অবস্থিত ইনডোর শিশু পার্কটি উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।

ইনডোর শিশু পার্কটির প্রতিষ্ঠাতা কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বলেন, ইতিপূর্বে কালকিনিতে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক ছিল না।তাই আমি এই পার্ক তৈরির সিদ্ধান্ত নেই।মেধা বিকাশের জন্য শিশুদের লেখাপড়ার পড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজনও আছে। এই পার্কে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে।পাশাপাশি পার্কে শিশুদের নিয়ে আসা অভিভাবক সহ সকলের জন্য পার্কের পাশেই রেস্টুরেন্টেরও ব্যবস্থা করেছি।এই পার্কটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলাবাসী সকলের সহযোগিতা কামনা করছি।

উদ্বোধনকালে উপস্থিত স্থানীয় এলাকাবাসীরা বলেন,আমাদের কালকিনিতে এতোদিন বিনোদনের জন্য কোন জায়গা ছিল না।তাই বহুদিন আমরা কালকিনিবাসী এমন একটা বিনোদনের জায়গার অপেক্ষায় ছিলাম।আজ এই পার্ক তৈরির ফলে আমাদের বহুদিনের অপেক্ষার অবসান হলো।এখন অন্তত শিশুদের বিনোদন দেয়ার মতো একটা ব্যবস্থা হলো।আর যেহেতু এটি ইনডোর পার্ক তাই বৃষ্টির দিনেও শিশুদের আর ঘরে বন্দি থাকতে হবেনা।এখানে এসে তারা আনন্দ করতে পারবে।

ইনডোর শিশু পার্কটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ