
রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনা সভায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেশকয়েকটি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা জানান,উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়া পরিষদের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে যাওয়ার সময় এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর বোমা হামলা করেন।
এসময় বিএনপির দুই কর্মী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় ৪টি মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে যায়।
পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে স্থানীয় একটি বাড়ি তল্লাশী করে একটি মোটরসাইকেল উদ্ধার করে।এসময় ঐ বাড়ি হতে ৮ টি হাতবোমা,একটি রাম দা ও একটি টেঁটা উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু বেপারী বলেন, “আমরা নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভায় যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম মৃধা, সুমন মৃধা, কামাল মৃধা, রিফাত বেপারী, আলিম বেপারী, চান্দু মৃধা ও হেলাল খা সহ প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আমাদের ওপর বোমা হামলা করে। এসময় বিএনপির দুজন কর্মী গুরুতর আহত হন।”
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”