রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এস. ডি. জ) স্থানীয় করণ এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিশ্চিতকরণে অনঅগ্রসর জনগোষ্ঠীর (বেদে পল্লী) প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আগামী ছয় মাসের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল এগারো টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে পল্লীর প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বই, খাতা,কলম, পেন্সিল বক্স রাবারসহ নানান প্রকারের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময় তিনি সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মুনসাদি ইসলাম ইভা,কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম হোসেন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুরজ্জামান, কালকিনি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন ও কালকিনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ হোসনেয়ারা বেগমসহ বেদে পল্লীর শিশু শিক্ষার্থীরা।