বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কালকিনি পৌরসভার বাজেট প্রায় ৫৪ কোটি টাকা

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৮তম বাজেট অধিবেশনে ২০২৪-২০২৫ইং অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।


বুধবার বিকালে পৌরসভা মিলনায়তনে এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌর মেয়র এসএম হানিফ এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা, কর্মচারীর বেতন বৃদ্ধি ও সাহায্য মুঞ্জুরী ধরা হয় ২২ লাখ টাকা, উন্নয়ন সহায়তা তহবিল এডিবি ২ কোটি টাকা, বিশেষ উন্নয়ন তহবিল প্রজেক্ট ৪৭ কোটি টাকা, অপ্রত্যাশিত আয় ৫৩ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয় ৫৩ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৭শ’ ৩৪ টাকার টাকা।


বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র হানিফ বলেন, আধুনিক কালকিনি পৌরসভা গড়তে বাজেটে আমরা জনগনের স্বপ্ন বাস্তবায়নে রুপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছি।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব বাবুল চন্দ্র দাস,সহকারী পৌর প্রকৌশলী রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার ,প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন শিকদার,পৌরসভার কাউন্সিলর অলিল হাওলাদার, কাউন্সিলর মেজবাহুল হক, কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার, কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু, কাউন্সিলর মো. আনোয়ার বেপারী, কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাজরিন ইরানসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ