শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আজাদ হোসেন, কাল‌কি‌নি(মাদারীপুর): জনকল্যাণে সাংবাদিকতা- এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী হলরুমে এ কমিটি ঘোষণা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

কালকিনি মডেল প্রেসক্লাবের আহবায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. খালেকুজ্জামান। এছাড়া নবগঠিত কমিটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. ইয়াকুব খান শিশির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, বাংলাভিশন টিভি ও সমকাল পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ হোসেন মুফতি, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, কালকিনি পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নাসির শিকদার, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার খোকন জমাদার, কালকিনি আবুল হোসেন একাডেমির ধর্মীয় শিক্ষক আবুল বাশার বাদশা, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

কালকিনি মডেল প্রেসক্লাবের নবগঠিত দ্বিবার্ষিক কমিটিতে দি কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমানকে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জনবানী পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুমকে সহসভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেনকে অর্থ সম্পাদক, মাদারীপুর সময়ের প্রতিনিধি মো. ইশতিয়াক কে দপ্তর সম্পাদক, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রোমান বেপারীকে প্রচার সম্পাদক, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মাসুমকে সমাজসেবা সম্পাদক করা হয়। এছাড়া কালবেলার প্রতিনিধি রনি আহমেদ নিপুল, দৈনিক যায়যায়কাল পত্রিকার প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি শামীম ওসমান এবং মো. ইমরান হোসেনকে কমিটিতে কার্যকরী সদস্য করা হয়।

সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি কালকিনিতে অপরাধ নির্মূল ও জনগণের সামগ্রিক কল্যাণে কাজ করার লক্ষ্যে সংগঠনের সদস্যরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। সর্বোপরি কালকিনিতে সুষ্ঠু ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা, জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিময় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহবান জানান বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ