সোমবার, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের ৫ স্বর্ণের বারসহ একজন আটক

শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাঁচার করার সময় ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

সোমবার উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ সীমান্তে স্বর্ণগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গংগারহাট বিজিবির হাবিদলার আব্দুল মালেক জানান, বিদ্যাবাগিশ সীমান্তে আর্ন্তজাতিক ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে প্রবেশ করার জন্য চোরাকারবারিরা প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা ওই সীমান্তে ওঁৎ পেতে থাকে। এমন সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিয়ে সহিদুল ইসলাম (৫২) নামের এক স্বর্ণ চোরাকারবারী মোটরসাইকেলযোগে ওই সীমান্ত পৌঁছালে তার মোটরসাইকেল আটক করে বিজিবি।

এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। শরীর তল্লাশি করে অন্তর্বাসের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি স্বর্ণের প্যাকেট উদ্ধার করে। সেখানে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা। আটক স্বর্ণ পাচারকারীর বাড়ি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামে। তার বাবার নাম মৃত সফর উদ্দিন।

লালমনিহাট ১৫ বিজিবির অধীনে কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি লালমনিহাট ব্যাটালিয়নে রয়েছে। কিছুক্ষণের মধ্যে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ

bnen