শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রংপুর বিভাগসহ দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, সোমবার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়ায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি কমতে শুরু করেছে। অপরদিকে ধরলা নদীর পানি অপরিবর্তিত আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় রোববার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করছে। এছাড়াও অন্যান্য নদ-নদীর পানিও কমছে। তাই আশা করা যাচ্ছে দ্রুত চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে,কারণ নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভবনা নেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ