
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামে এক গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। রবিবার সকাল ১০টায় টগরাইহাট বাজার ও মাধাই মন্ডলপাড়া এলাকায় স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
ভুক্তভোগী ঝর্ণা বেগমের ওপর যে নির্যাতন চালানো হয় তা ছিল পৈশাচিক। অভিযোগ অনুযায়ী, ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের পর সর্বশেষ তার যৌনাঙ্গে মরিচের বাটা ঢেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ঝর্ণা বেগমের স্বামী রফিকুল ইসলাম প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা সুজন বলেন, এভাবে কোনো নারীকে নির্যাতন মেনে নেওয়া যায় না। আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।
ফাহিম আকতাব সাদ বলেন, এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তির জোর দাবি জানাচ্ছি।
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহল থেকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।