শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বাল‍্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উত্তরের তিন উপজেলা ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের নিয়ে বাল‍্য বিবাহ প্রতিরোধে দিনব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিদেব যুব সমাজ কল‍্যান সমিতির আয়োজনে প্লান ইন্টারন‍্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহম্মেদ।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব‍্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান।

এসময় মহিদেব যুব সমাজ উন্নয়ন সমিতির চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো: ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের যে কাজটি করতে হবে তা হলো সামাজিক সচেতনতা। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ