বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে বিশ্বনবীকে কটুক্তিকরায় রাজারহাটের সাধন চন্দ্র ওরফে সোমবারু (৫০) কে রংপুরের মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গ্রেপ্তারকৃত সাধন চন্দ্রকে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, বিশ্বনবীর কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলার পাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র। গত শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি হাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পরে সাধন চন্দ্র বর্মন। এ সময় সে কৌশলে পালিয়ে গেলেও বিষয়টি সন্ধ্যার মধ্যে সর্বত্র জানাজানি হয়। রাতে সাধন চন্দ্র বর্মনের বাড়ির এলাকার মুসলিম জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ,রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।

এ সময় পুলিশ সাধন চন্দ্র বর্মনের বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ,রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সাধন চন্দ্রকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ২৬ এপ্রিল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল,সাধন চন্দ্রকে গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সাধন চন্দ্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশের পক্ষে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ