মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের ভাই আল-আমিন বাদি হয়ে ১৭ জনকে আসামী করে রাজারহাট থানায় এজাহার দাখিল করেন। মামলাটি আমলে নিয়ে আসামি আলতাফ হোসেনকে রাজারহাট থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর বাসিন্দা আদম আলীর বসতবাড়ির উঠানে শালিসি বৈঠকে। স্বামী হারুন অর রশীদ উপজেলার ছিনাই ইউনিয়নের মোস্তফার ছেলে ও ইন্নি আক্তার আদুরি একই ইউনিয়নের আদম আলীর মেয়ে।

এজাহার সুত্রে জানা গেছে,যৌতুকের টাকা পরিশোধ করতে না পেয়ে ইন্নি আক্তার আদুরি দীর্ঘদিন সন্তান নিয়ে বাবা আদম আলীর বাড়ীতে অবস্থান করেন। দু’পক্ষের আপোষ মিমাংসা লক্ষ্যে শালিসি বৈঠকের সিদ্ধান্ত নেয় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। এমতাবস্থায় গত ২রা এপ্রিল আদম আলীর উঠানে স্থানীয় বাসিন্দা ও গণমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই শালিসি বৈঠকে পরিকল্পিত মেয়ে পক্ষের পরিবারের লোকজনের উপরে আক্রমণ করে পাঁচজনকে গুরুতর আহত করে স্বর্ণালংকার,মোটরসাইকেলসহ গবাদি পশু নিয়ে যায়। পরে ৯৯৯ কলে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটরসাইকেল,গবাদি পশু উদ্ধার করে।

এজাহার সুত্রে আরও জানা গেছে, বিবাহের কিছু দিন পর থেকে যৌতুকের টাকা না পাওয়ায় স্বামী-স্ত্রীর কলহ চলে আসছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ