
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কুপতলায় ভুমিদুষ্স্য প্রতিপক্ষ কর্তৃক অসহায় বাদীকে প্রাণনাশের হুমকি প্রদর্শনের দায়ে অভিযোগ দায়ের।
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়বাড়ী গ্রামের মৃত্যু বেলায়েত হোসেনের পুত্র মো. ওয়াজেদ আলী পার্শ্ববর্তী মৃত্যু বছির উদ্দিনের পুত্র আব্দুল মান্নান, আইজুল, আশরাফ ও তাদের ওয়ারিশের নিকট থেকে ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। যার কুপতলা মৌজার জে.এল.নং-৪, এসএ খতিয়ান নং-৬২৫, হাল খতিয়ান নং-৯৭৮, সাবেক দাগ নং-১৭৫/৩২৯ জমি ১৬ শতক, সাবেক দাগ -১৭৫/৩৩০ জমি ৩+২=৫, সর্বমোট ২১ শতাংশ। উক্ত ক্রয়কৃত জমির মালিক মোঃ ওয়াজেদের নামে বিআরএস, ডিপি ও খাজনা খারিজ হওয়ার পরও প্রতিপক্ষ আব্দুল মান্নান গংরা আদালতে ১১৭ ও ১৪৪/১৪৫ মামলা দায়ের করেন।
উক্ত মামলার শুনানিতে বাদী বিবাদীদের বক্তব্য কাগজপত্র পর্যালোচনা করিয়া বাদী মান্নান গংদের ১৭৫ দাগে ৪৯ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ এবং বিবাদী ওয়াজেদের ২৫ শতাংশ জমি সঠিক আছে বলে আদেশ দেয়। তারপরও বিবাদীরা জোরপূর্বক ২১ শতাংশ জমি বেদখল করে পালের পালা শাক-সবজি ও লাউয়ের মাচা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
বর্তমান প্রতিপক্ষদের সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগী ওয়াজেদ ও তার পরিবার। তারা গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পুলিশ সুপার গাইবান্ধার হস্তক্ষেপ কামনা করেছেন।