বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুপতলা সন্ত্রাসী হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় অভিযোগ

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা কুপতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম দুর্গাপুর গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মো. আব্দুল হাই মিয়া নামে এক বৃদ্ধ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরিসহ অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের মো. আব্দুল হাই মিয়ার পুত্র মো. মুরাদ মিয়া গংদের সাথে পার্শ্ববর্তী মৃত্যু কফিল উদ্দিনের পুত্র মো. মোকছেদ আকন্দ ও তার পুত্র মুছা, আরমান আকন্দ গংদের দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে।

গত ১৮ জুন সকাল আনুমানিক ১০টায় মোঃ মুরাদ মিয়া তার বাড়ির পাশে মোঃ মোশারফ হোসেন বাবুর মুদি দোকানের সামনে গেলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মোকছেদ ও মুছা আকন্দ গংরা তাদের দলীয় লোকজনসহ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা নিষেধ করলে সকলে একযোগে অতর্কিতভাবে মুরাদকে এলোপাথারি মারদর করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার পিতা আব্দুল হাই মুরাদকে উদ্ধারে এগিয়ে আসলে বেধক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করেন।

এক পর্যায়ে শ্বাসবন্ধ করে হত্যার চেষ্টা করলে তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন আসলে সকল প্রতিপক্ষরা অবস্থার বেগতিক দেখে ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুল হাই ও মুরাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসাকালে মো. আব্দুল হাইয়ের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমান মো. আব্দুল হাই মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরিসহ অভিযোগ দায়ের করা হয়। আসামিরা নানা প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করায় বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী মুরাদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *