
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): কুমিল্লায় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলার প্রতিবাদে রোববার দুপুরে নোয়াখালী সোনাইমুড়ীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
সোনাইমুড়ী একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম কাউসার সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম বলেন, নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার গভীর রাতে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সোনাইমুড়ী উলুপাড়া নিবাসী ছখিনা খাতুন (৮০) লাশ বহনকারী অ্যাম্বুলেন্স কুমিল্লা মেডিকেল কলেজ থেকে বের হওয়ার পর ৩০/৪০ জন সন্ত্রাসী অ্যাম্বুলেন্সে হামলা করে ব্যাপক ক্ষতিসাধন করে ও নোয়াখাইল্লা বলে গালমন্দ করে এবং চালকে সোহাগকে কিল-ঘুষি মেরে আহত করে।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুমিল্লা প্রশাসনের নিকট বিচারের জোর দাবি জানান।












