শাহ ইমরান, কুমিল্লা: ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সে সময় অসংখ্য হতাহতের ঘটনা ঘটে।
আর এসব হতাহতের ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে রং-তুলি দিয়ে কুমিল্লা মহানগরের বিভিন্ন দেয়ালে ও বিভিন্ন স্থাপনার দেয়ালে ছবি, গ্রাফিতি ও লেখনিতে তুলে ধরে ছাত্র-জনতা।
রাতের আধারে সেই গ্রাফিতির উপর কে বা কারা ‘জয় বাংলা’ লেখেন। রাতের আধারে গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’ লেখা মুছে দিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিক সেলিম রুবেল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
রাতের মধ্যে ‘জয় বাংলা’ লেখাগুলো স্প্রে পেইন্ট ব্যবহার করে মুছে দেয় কুমিল্লা মহানগর ছাত্রদল।
এসময় মহানগর ছাত্রদলের ১০নং ওয়াডের সদস্য সচিব মো. মহসিন, ১০নং ওয়াডের আহবায়ক আতিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের সদস্য সচিব ইফরান আলম, ৪নং ওয়ার্ডের সদস্য সচিব ফুয়াদুজ্জামান ফাহিম সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।