বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন

শাহ ইমরান, (কুমিল্লা) : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

আয়োজিত এ অনুষ্ঠানে স্থাপিত বুথে ভূমি কর পরিশোধ, নামজারি আবেদনসহ মৌজা ম্যাপ/ খতিয়ান/ পর্চা সংগ্রহের আবেদন করা যাবে। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এলএ চেক, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ তুলে দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া, ভূমির সরকারি কৌশলী তপন বিহারী নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খানসহ প্রমূখ।

এতে আরও ছিলেন উপ পরিচালক স্থানিয় সরকার এসএম গোলাম কিবরিয়া, কুমিল্লা জেলা প্রশাসক মু.খন্দকার মুশফিকুর রহমান, কুমিল্লা বিজ্ঞ জিপি এডভোকেট তপন বিহারী নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি বীর মুক্তিযোদ্ধা এড.জহিরুল ইসলাম।

আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। ১৭২ টি ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সেবা প্রধান ও গ্রহনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দসহ অন্যানরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ