বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

শাহ ইমরান, কুমিল্লা: কুমিল্লায় যৌথবাহিনীর আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের হেফাজতে মৃত্যুর ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহত তৌহিদুলের স্ত্রী একটি এজাহার দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

মামলার বাদী ইয়াসমিন নাহার এজাহারে উল্লেখ করেন, গত ২৬জানুয়ারি তৌহিদুলের পিতার মৃত্যু হয়। ৩১ জানুয়ারি কুলখানি উপলক্ষে বাড়িতে আয়োজন চলছিল। মধ্যরাতে ২০-২৫ জন লোক বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদ কে তুলে নিয়ে যায়। পরদিন দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মামলায় উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে কাল্পনিক এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে।

মামলার আসামিরা হলেন, আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামের সাইফুল ইসলাম, তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও বামইল গ্রামের সোহেল সহ আরো অন্তত অজ্ঞাত ২০-২৫ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ