শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: দেশে প্রথম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী নিয়ে “শতকন্ঠে বিদ্রোহী নজরুল” অডিও ভিজ্যুয়াল প্রযোজনা নির্মিত ও পরিবেশিত হয়। এবং বিভিন্ন সার্টিফিকেটের এবং ক্রেস্ট বিতরণ করা হয়।
রবিবার রাতে কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে জেলা প্রশাসনের সৌজন্য পরিবেশিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) মোঃ মোশাররফ হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, নারী নেত্রী পাপড়ি বসু।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতীয় কবি নজরুল স্মৃতি বিজরিত কুমিল্লা। কুমিল্লার অনন্য সম্মান। নজরুল আমাদের সকলের প্রিয় কবি ।কবি নজরুল কোনদিন অন্যায়ের সাথে মাথা নত করে নাই। “শতকন্ঠে বিদ্রোহী নজরুল” অডিও ভিজ্যুয়াল সমগ্র বাংলাদেশের জানবে ও দেখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন “শতকন্ঠে বিদ্রোহী নজরুল”প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশক আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন।