শাহ ইমরান, কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেফতার আসামিরা হলেন বুড়িচং উপজেলা যুবলীগের সহসভাপতি আদনান হায়দার (৪০) এবং মো. দুলাল (৩৮)।
র্যাব জানায়, গ্রেফতার আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘গ্রেফতার দুজনকে রোববার রাতে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে।’