শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সার ও বীজ বিতরণ

শাহ ইমরান, কুমিল্লা: স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রপ কেয়ার ডিভিশনের কনফারেন্স কক্ষে বন্যা পরবর্তী সময়ে জন্য প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ হয়। আজ রোববার বেলা ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্যা পরবর্তী কৃষি পরামর্শে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন অতিবৃষ্টি ও বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সহায়তার জন্য এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিকালস। তারা বন্যা কবলিত এলাকায় ৭০০ এর অধিক কৃষককে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহায়তা করেছে। তারই ধারাবাহিকতায় আজ রোববার কুমিল্লায় স্কয়ারের ডিপো অফিসে ৪০ জন আদর্শ কৃষককে নিয়ে অনুষ্ঠিত হয় ‘বন্যা পরবর্তী কৃষি পরামর্শে স্কয়ার’ বিষয়ক সেমিনার।

উক্ত সেমিনারে তারা বন্যা পরবর্তী করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শের পাশাপাশি বিনামূলে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। বেশি বেশি করে কৃষি ফসল উৎপাদন করতে হবে। বিভিন্ন প্রকার সবজি নিয়ে আলোচনা করেন। সবজি মানবদেহের জন্য খুব উপকারী। পর্যাপ্ত পরিমাণে আমরা সবজি খাব। ফসলি জমি খালি রাখা যাবে না। ঢেঁড়স, মিষ্টি কুমড়া, এবং বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও ফসলে পোকা দমনে ওষুধ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আজিজুর রহমান এবং স্কয়ার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সেলস কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেলস ম্যানেজার মো. আল আমিন এবং ডিপো ম্যানেজার মো. ওমর ফারুকসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

স্কয়ার এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার লক্ষ্যে এই ধরনের কৃষি বিষয়ক সেমিনার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ