শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় মাত্র ১২০ টাকা খরচে ২৫ নারীসহ ২০৬ জন পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই আবদুল হালিম মিলনায়তনে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।এবং উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর.আই. এ.বি.এম আব্দুল হালিম মিনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুনদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবং উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, এবার মোট ৫ হাজার ৮২২ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ১৮৭ জন। ফিটনেসসহ অন্যান্য পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪০৯ জন, যেখানে কৃতকার্য হয় ৫১৭ জন। তাদের মধ্যে মৌখিক পরীক্ষায় ২০৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এর মধ্যে ১৮১ জন পুরুষ এবং ২৫ জন নারী।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরান হোসেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ জেলা পু