মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লার আর্দশ সদরের গোলাবাড়ীতে মাদক বিরোধী ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা 

কুমিল্লার আর্দশ সদর উপজেলার মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ ইভটিজিং,চুরি-ডাকাতি প্রতিরোধ  মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। 

 মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন পাঁচথুবী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাবিলুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সনজুর মোরশেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির গোল্লাবাড়ী  ক্যাম্পের পোষ্ট কমান্ডার মো: জামান,পাঁচথুবী ইউনিয়নের ইউপি সদস্য আবুল খায়ের,ডা: সাইদুর রহমানসহ প্রমুখ।

এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকের র‍েড এলাট এলাকা হচ্ছে গোলাবাড়ি সীমান্ত।  যুব সমাজ মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। সম্পর্কে অবহিত ও মাদর প্রতিরোধে এলাকাবাসী সংহিত প্রকাশ করেন।

ওসি সনজুর মোরশেদ বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। 

গোলাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী অপরাধী যত বড় হউক কেনো,আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করবো। মাদক নিরসন এই এলাকার প্রতিটি বাসিন্দা যেন ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করবে।  আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ