মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লার কালিরবাজার অলিপুর পরিবেশ অধিদপ্তরের আদেশ অমান্য – পুকুর ভরাট করে অবৈধভাবে দোকান নির্মাণ

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ৫নং ওয়াডের অলিপুর গ্রামে একটি প্রভাবশালী চক্র স্থানীয় দেলোয়ার হোসেন গং এবং আনোয়ারা বেগম গং। পরিবেশ অধিদপ্তরের জরিমানা,করার পরও প্রায় দেড়’শত বছরের পুরনো একটি পুকুর ভরাট করে  অবৈধ ভাবে দোকান নির্মান করছে একটি চক্র। বর্তমানে দোকানের নাম দেওয়া হয়েছে “বীর নিবাস” পাশ্বে লেখা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম।মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম লেখা সাইনবোর্ড ব্যবহার হচ্ছে একটি রেস্টুরেন্টে।  সাধারণত এলাকাবাসীরা বলেন,যারা দোকান তৈরি করেছেন তারাই একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

গত ৮/৮/২০২২ তারিখে পরিবেশ আইন ১৯৯৫ সংশোধনি ২০১ ধারায় ১,৫৬,৮১৬/ ১ লক্ষ ৫৬ হাজার ৮শত ১৬  টাকা জরিমানা করা হয়। ৭ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে বলেন পরিবেশ অধিদপ্তর। এবং পুকুর ভরাট কাজ বন্ধ  রাখা নির্দেশ দেওয়া হয়।অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারীভাবে পুকুর ,জলাশয় বা ডোবা ভরাট নিষিদ্ধ থাকলেও এই মাঝে প্রায় এক একর আয়তনের পুকুরটির বেশ কিছু অংশ এরই মাঝে ভরাট করে দোকান নির্মান করা হয়েছে।

সরেজমিন স্থানীয় সুত্রে পাওয়া খবরে জানা যায় জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ৫নং ওয়াড অলিপুর গ্রাম সংলগ্ন বাজারের পাশে পুকুরটির অবস্থান। প্রায় একর আয়তনের পুকুরটির মালিক স্থানীয় আনোয়ারা বেগম গং পুকুরটি ভরাট করে দোকান নির্মান করে দখল করে আছে।এই গ্রামসহ বাজারের লোকজনদের গোসল,কাপড় ধোঁয়াসহ নিত্য ব্যবহার্য গৃহস্থালীর কাজে ব্যবহৃত হচ্ছে।

এদিকে পুকুরটি ভরাট কার্যক্রম চলায় স্থানীয় শত শত মানুষ নিত্য প্রয়োজনীয় সুযোগ থেকে যেমন বঞ্চিত,তেমনি এলাকার বিরাট একটি পানির উৎসস্থল ভরাট করে ফেলায় ভবিষ্যতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা অগ্নিকান্ডের সময় পানি স্বল্পতার আশঙ্কা করছেন সাধারন মানুষ

হঠাৎ করে পুকুরটি ভরাট শুরু করলে স্থানীয়ভাবে পরিবেশ ও তহসিল অফিস বিষয়টি জানার পর জরিমানা করে পুকুর ভরাট বন্ধ করা হয়। আবার পূনরায় কাজ শুরু করে ঐ ভরাট করা পুকুরে অবৈধ দোকান নির্মান করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ীরা জানান পুকুরের পানি নানা কাজে ব্যবহৃত হতো।
প্রতিদিন এই পুকুরের পানি দিয়ে শত শত লোক গোসলসহ নানা কাজ করতো। এছাড়াও সরকারীভাবে পুকুর বা জলাশয় ভরাট নিষিদ্ধ থাকলেও চক্রটি সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গত প্রায় ২০/২২ দিন ধরে পুকুরটি ভরাট করার কাজ চালিয়ে যাচ্ছে বর্তমানে পুকুরের উত্তর-পশ্চিম কোনের বেশ কিছু অংশ ভরাট করে সেখানে সীমানা প্রাচীর নির্মান করে ফেলেছে বানিজ্যিক ভবন নির্মান করা হয়েছে।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি নিকট পুকুর ভরাট করে দোকান নির্মানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,
পুকুর ভরাট করার কারনে ১,৫৬,৮১৬/টাকা জরিমানা করা হয়। কিন্তু আনোয়ারা বেগম গং জরিমানা পরিশোধ করে নাই। আমরা অফিসিয়াল ভাবে জরিমানা আদায়ের জন্য আমরা দুইটি নোটিশ দিয়ছি।এখনো পর্যন্ত যোগাযোগ করে নাই। জরিমানা দেওয়ার জন্য আমাদের অফিসে আসে নাই। আমরা অফিসিয়াল ভাবে আইন গত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনিক সহযোগিতা নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নিবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ