
শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেছে জেলা আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আদালতে উপস্থিত হলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
ঢাকার গণ-সমাবেশ কে কেন্দ্র করে মিথ্যা গায়েবি মামলায় জামিনে মুক্তি পেলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু সমর্থিত মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন ইকু ও এম.মঈনউদ্দিন আহম্মেদ বাবু এবং যুবদল নেতা বাপ্পী।
জামিনের পর তিন নেতাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।