শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ব্যবসায়ী জিলানী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার ব্যবসায়ী শাহ জিলানী সুজন হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে নিহত জিলানীর বোন লায়লা পারভীন বলেন, গেল ১২ সেপ্টেম্বর বালু ব্যবসায়ী ঠাকুরপাড়া এলাকার মরহুম সুবেদার আব্দুল মতিনের ছেলে ব্যবসায়ী শাহ জিলানী ছোটনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় টমছমব্রীজ এলাকার মহিবুবুর রহমান রিপন ও তার সহযোগিরা। পরে টমছমব্রীজ এলাকায় নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।

পরে ২৫ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে নিহতের মা নার্গিস বেগম বাদী হয়ে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় টমছমব্রীজ এলাকার মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে মহিবুর রহমান রিপন, মোফাজ্জল হোসেন ছোটন, মহিলা কলেজ সড়কের মৃত শামছুল হকের ছেলে আনিসুল হক সাইফুলকে আসামী করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বোন নুসরাত জাহান, লায়লা পারভীন, শাহনাজ পারভীন, চাচাতো ভাই শওকত আলম ছোটনসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ