
শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকার এক নারী শ্রমিকের ঘুষিতে মাহমুদা আক্তার (৪০) নামে আরেক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা আক্তার জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেতাঙ্গর মধ্যমপাড়া এলাকার মো. খালেকুজ্জামানের মেয়ে। তিনি কুমিল্লা ইপিজেডে বেনটিক্সে কর্মরত ছিলেন। ঘাতক রাহিমা আক্তার (২২) বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোখলেসুর রহমান বলেন, নিহত মাহমুদা এবং ঘাতক রাহিমা উভয়ই কুমিল্লা ইপিজেডের গার্মেন্টস শ্রমিক ছিলেন। তারা উভয়ই নগরীর উনাইশার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
সকালে কাজে যাওয়ার আগে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাহিমার ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মাহমুদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক রাহিমাকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় ঘাতক রাহিমার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নিহত মাহমুদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।