বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কোটি ১৩ লাখ ও ৫ হাজার ডলার সহ আটক জাহাঙ্গীর

শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা :গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১কোটি ১৩ লাখ ১শত টাকা, ৭ টি পাসপোর্ট ও ৫ হাজার ১শত ডলার

এবং জাল টাকাসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৪)নামে এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান

পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০ টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে মানব ও মুদ্রা পাচার এর সাথে জড়িত মোঃ

জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত জাহাঙ্গীর কুমিল্লার লালমাই থানার জয়নগর গ্রামের মুকছুদ আলীর ছেলে। এসময় তার দেহে তল্লাসী করে ৭ টি বাংলাদেশী পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, তার বাড়ীতে বিদেশে পাচারের উদ্যোশে টাকা ও বৈদেশিক মুদ্রার মজুদ আছে জাহাঙ্গীরের তথ্য মতে জয়নগর গ্রামে তার বশত ঘরে অভিযান চালিয়ে ষ্টিলের ট্রাঙ্কের ভিতর থেকে ১ কোটি ১৩ লাখ ১শত টাকা, ও ৫ হাজার ১শত ডলার জব্দ করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরের ৩ জন পলাতক সহযোগীর নাম উল্লেখ করে বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমত আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *