বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে ৮ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল ফাঁড়ির পুলিশের অভিযানে পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী মধ্যম পাড়া সাকিনস্থ পাঁচথুবী মধ্যম পাড়া জামে মসজিদ এর দক্ষিন পাশে থেকে গাঁজা ও মোটরসাইকেল টি জব্দ করা হয়।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রখীল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইন,ও সঙ্গীয় অফিসার এ.এস.আই কাজী ইকবাল এর অভিযানে, অজ্ঞাতনামা আসামীদ্বয়ের ফেলে যাওয়া গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করে।

ছত্রখীল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসাইন বলেন,
সীমান্তবর্তী এলাকা হইতে ০২জন লোক মটরসাইকেল যোগে মাদক দ্রব্য নিয়া কুমিল্লা শহরের দিকে আসিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচথুবী মধ্যম পাড়া সাকিনস্থ পাঁচথুবী মধ্যম পাড়া জামে মসজিদ এর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অপেক্ষা করিতে থাকি। কিছু
সময় পর পাঁচথুবী ইউনিয়ন পরিষদ রোড এর দিক হইতে একটি মটরসাইকেল আসতে দেখিয়া আমি সঙ্গীয় অফিসার সহ মটরসাইকেলটি থামার জন্য সংকেত দেই। তখন পুলিশের উপস্থিতি টের পাইয়া মটরসাইকেল চালত ও তাহার
পিছনে একটি বস্তা সহ বসে থাকা একজন লোক মটরসাইকলে ও একটি বস্তা ফেলিয়া দৌড়ে পালিয়ে যায়।প্লাষ্টিকের বস্তা তল্লাশী করিয়া বস্তার ভিতর খাকি কসটেপ দ্বারা মোড়ানো ৪ (চার) প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটে ২ (দুই) কেজি করিয়া সর্বমোট (০৪×০২)=০৮ (আট) কেজি গাঁজা। এবং উক্ত গাঁজা বহনকৃত ০১ (এক)টি লাল ও কালো রংয়ের HERO GLAMOUR মটরসাইকেল, যাহার রেজিঃ নং- কুমিল্লা-ল-১২-১১৭৩, ইঞ্জিন নং- JA06EJGGJ12703, সেচিচ নং-MBLIA06ANGGJ00666, যাহার মূল্য অনুমান ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা। ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উক্ত গাঁজা ও গাঁজা ৰহনকৃত ০১(এক) টি মটরসাইকেল সহ থানায় হাজির হইয়া উদ্ধারকৃত মটরসাইকেল এর অজ্ঞাতনামা চালক ও তাহার পিছনে থাকা অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ