বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

যায়যায়কাল প্রতিবেদক: ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে।  

উপদেষ্টা গণআন্দোলনের কথা উল্লেখ করে বলেন. জুলাই বিপ্লবে নিহত শহিদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো। আগামীতে পরিকল্পিত উপায়ে এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে।  

উপদেষ্টা আজ বিকেলে কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে  দেওয়া বক্তৃতায়  এ সব কথা বলেন।  

এর আগে সকালে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়ককে অভিবাদন জানাতে সকাল থেকেই মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ.ন.ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বশির প্রমুখ।

উপদেষ্টা আসিফ আরো বলেন, এখন যে সুযোগটুকু পেয়েছি, এর সবটুকু দিয়ে এদেশের মানুষের সেবা করে যাবো। আগামী দিনে যেকোনো ক্রান্তিকালে আপনাদের পাশে থাকবো। মুরাদনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে। 

তিনি জানান, মুরাদনগরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ