শনিবার, ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত আর নেই

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই। 
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। 
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার সিটি মেয়রের মৃত্যুর খবরটি বাসস’কে নিশ্চিত করেছেন । 
গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।  
২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত।  
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগের নেতারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *