
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া’য় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া ২৫ জুলাই ২০২৩ ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আজ কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠামালার অংশ হিসেবে জেলা কালেক্টরেট চত্বরে র্যালি, মাছরে পোনা অবমুক্ত করণ, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মৎস্যচাষি, মৎস্যজীবী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।