
জিয়াউল হক (খোকন) নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (এমপি)। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কুষ্টিয়ায় যত উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই হয়েছে জননেতা মাহবুবউল আলম হানিফ (এমপি)’র হাত ধরে।
হানিফ এমপি’র মাধ্যমে কুষ্টিয়ায় যে সমস্ত উন্নয়ন হয়েছে, তার কিয়দাংশ তুলে ধরা হলো।
১) কুষ্টিয়া মেডিকেল কলেজ ২) কুষ্টিয়া বাইপাস সড়ক ৩) কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু ৪) কুষ্টিয়ার আধুনিক শিল্পকলা একাডেমী ৫) কুষ্টিয়ার আধুনিক জেলা পরিষদ ভবন ৬) কুষ্টিয়ায় ইন্ডিয়ান ভিসা সেন্টার ৭) ইকো পার্ক ৮) ফোর লেনের রাস্তা ৯) আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ১০) সুইমিং পুল ১১) ১০ তলা বিশিষ্ট সরকারি কলেজ, ১২) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৩) কুষ্টিয়া মডেল মসজিদসহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ।