
জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে মো. খাইরুল আলম দুই বছর সফলতার সাথে পূর্ণ হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়ার জেলা পুলিশ।
রোববার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি দিলরুবা আলম। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে কুষ্টিয়া জেলার পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
অনুষ্ঠানে দোয়া ও পরে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এসময় উপস্থিত কর্মকর্তাগণ পুলিশ সুপারের সাফল্য এবং কুষ্টিয়া জেলায় দুই বছর পূর্তিতে তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা ও অনুভূতি ব্যাক্ত করেন।
কুষ্টিয়া জেলায় দায়িত্ব গ্রহণের পর হতে বিগত দুই বছরে পুলিশ সুপারের মেধা, বুদ্ধিমত্তা, সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করে জেলার অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটকসহ চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে এবং দক্ষ নেতৃত্বের কারণে জেলার আভ্যন্তরীণ আইন-শৃংখলার উন্নয়ন ঘটেছে।
এমনকি জেলার দায়িত্ব গ্রহনের দুই বছরে পুলিশ সুপার মহোদয় পুলিশ কনস্টেবল পদে তিনটি নিয়োগ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম থেকেই পুলিশ সুপার খাইরুল আলম চাকুরী প্রার্থীদের একটি বিষয় বারবার বলেছেন, সেটি হলো যদি দালাল ধরে কাউকে টাকা দেয়, তাহলে তার যত যোগ্যতায় থাকুক পুলিশে চাকুরী হবে না। ‘চাকুরী নয়, সেবা’- এখানে বাণিজ্য নয়, যোগ্যতার কোন তদবির কিংবা দালালী নয় সম্পূর্ণ মেধা ভিত্তিক এবং যোগ্যতম পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ঘুষ, দুর্নীতির উর্দ্ধে থেকে চাকুরী প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়ায় পুলিশ সুপার মহোদয় সর্ব মহলে প্রশংসিত হন।
জেলার দায়িত্ব গ্রহনের দুই বছরে তিনি জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে কোন প্রকার সংঘর্ষ বা সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তাসহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে কঠোর ও দক্ষতার সাথে মনিটরিং করে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন করায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি করোনা কালিন সময় কুষ্টিয়ায় যোগদান করেন। কুষ্টিয়া জেলার মানুষকে সুস্থ ও নিরাপদ রাখতে নিরলস ভাবে দিন রাত এক করে তিনি ও তার পুলিশ বাহিনী কাজ করেছেন। সেই সাথে দিনমজুর, অটোচালক, রিক্সাচালক ও অসহায় মানুষের পাশে আর্থিক ও খাদ্য সমগ্র দিয়ে মানবিক কার্যক্রমের এক অনন্য নজির সৃষ্টি করেছেন যা কুষ্টিয়াবাসী আজীবন মনে রাখবে।
কুষ্টিয়া দায়িত্ব গ্রহনের দুই বছরের কর্মকান্ডের অসাধারণ এক পরিসমাপ্তি বর্ষপূর্তি। বিগত দুই বছরে তার অসাধারণ পরিসমাপ্তিকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন খাঁন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জগণ এবং অফিসার ও ফোর্স।