শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া পেঁয়াজ চাষে সফল কৃষক মারফত 

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার চাষিদের পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে। আমদানি নির্ভরতা কমাতে ব্যাপকভাবে পেঁয়াজের চাষ করছেন চাষিরা। তেমনি পেঁয়াজ চাষে সফল হয়েছেন কুষ্টিয়ার কৃষক মারফত। 

জানা যায়, কৃষক মারফত আলী কুষ্টিয়ার দৌলতপুর  উপজেলার খলিসাকুন্ডু ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা। চলতি বছর তিনি ৩বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন, বর্তমানে তার উৎপাদিত পেঁয়াজ ও পেঁয়াজের পাতা বিক্রি করে লাভবান হচ্ছেন। তার সফলতা দেখার পাশাপাশি অন্যান্য আরো কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। 

কৃষক মারফত আলী রহমান বলেন, এবছর আমি পেঁয়াজ চাষ করেছি। রোপনের পর ৮৫-৯০ দিন সময় লেগেছে পেঁয়াজ উত্তোলনের উপযুক্ত হতে। ইতোমধ্যে ১বিঘা জমির পেঁয়াজ উত্তোলন করেছি। 

তিনি আরো বলেন, ১বিঘা পেঁয়াজ চাষে আমার ৫৫০০০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ১বিঘা জমির পেঁয়াজ উত্তোলন করেছি।বিঘা প্রতি ১০০মণ ফলন পেয়েছি। বর্তমানে বাজারে ১০০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করছেন সদর ঘাট শ্যামবাজার। পাশাপাশি পেঁয়াজের পাতা বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে। 

দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম জানান, আধুনিক ও উচ্চফলনশীল জাতের পেঁয়াজ বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ায় এ বছর পেঁয়াজ বীজ ভালো ফলন হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ