শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল গাছা নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা

আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর গাছা এলাকায় এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ভালো ফল করা ১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা। শিক্ষা ও মানবসেবার এই ধারাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগরের গাছা থানা ৩৫ নং ওয়ার্ডের দক্ষিণ কলমেশ্বর বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান। কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, প্রাইজবন্ড এবং ফুল।

অতিথিদের বক্তব্যে অনুপ্রেরণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর মোহাম্মদ আজমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী পরিচালক ফয়েজ আহম্মেদ, গাছা কলেজের প্রিন্সিপাল মো. মনির হোসেন।

গাজীপুর জজ কোর্ট অ্যাডভোকেট এনামুল হাসান সরকার, দক্ষিণ বায়তুল আসাদ জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম, সমাজসেবক মো. মতিউর রহমান খান। অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্টজনেরা ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, এই সংগঠন মানবসেবার মতো মহান কাজ করে যাচ্ছে এবং বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং সত্য কথা বলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, অভিভাবকদের প্রতিও শিক্ষার্থীদের বিষয়ে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ রোমেল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ আনাম এবং মো. শাহরিয়া রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য হাফেজ আবুবক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি নূর হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাওন, মো. আলমগীর হোসেন তালুকদার, মো. সোলায়মান শাহীনসহ আরও অনেকে। ক্রেস্ট ও প্রাইজবন্ড পেয়ে শিক্ষার্থীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ