
এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নবগঠিত জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কৃষ্ণনগর ইউনিয়ন জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যকে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার বিকালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে আনন্দ মিছিলটি খান সুপার মার্কেট থেকে শুরু হয়ে পুরো কৃষ্ণনগর বাজার প্রদক্ষিণ করে আবার খান সুপার মার্কেটে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও আনন্দ মিছিলে নবগঠিত কৃষ্ণনগর ইউনিয়ন জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম শিশুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাসান ভুঁইয়ার মনোমুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা।
এই সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান ইকবাল, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জসীম আহমেদ সামাদ, কৃষ্ণনগর ইউনিয়ন জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মলাই মিয়া সরকার, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া, আবু ছিদ্দিক, মাহাবুব মিয়া, হাসান মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রদল নেতা এহসান সরকার রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান বিজয় সরকার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক সহাশ্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম, আল-আমিন আরাফাত ও নবীনগর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সাবেক সফল যুগ্ম আহ্বায়ক সাদরুল আলম সরকার রবিন। পরিশেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।