
লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে লক্ষ্মীপুরের বশিকপুর গ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
মঙ্গলবার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া নতুন কমিটিতে নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেককে যুগ্ম-সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক ও নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এর আগে, গত ১৩ জুন রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চারটি মহানগরসহ যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।