
আলমগীর হোসেন, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র -জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার সকালে থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আলা উদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ূন কবির সুমন প্রমুখ।
মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতা বাবর আলী গাজী, অমেদ আলী, আকরাম খান, ইসমাইল হোসেন, ইউসুফ আলী, মোস্তাক আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, আবুল গফুর, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল বাবু।