আলমগীর হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোস্তাক আহমেদ ৩০২ ভোট পেয়ে সভাপতি, ইউসুফ আলী ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মুজিবর রহমান ২৬৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪৫২ নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে অনুপস্থিত থাকেন ৭ জন নেতা।
থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষকদলের সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
গনতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীরা হলেন- সভাপতি পদে কামরুজ্জামান লিটন, মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী, রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম এবং মুজিবর রহমান।