শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘কোটার বিরুদ্ধে আন্দোলন করা সম্পূর্ণ অযৌক্তিক’

সেলিম উদ্দিন, চট্টগ্রাম : মুক্তিযোদ্ধাদের হেয় করে আন্দোলন করার প্রতিবাদে রোববার বিকেল চারটায় প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের উত্তর কাট্টলিস্থ আবাসিক কার্যালয়ে মৌলভী নুরুল ইসলামের সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটা থাকবে। এর বিরুদ্ধে আন্দোলন করা সম্পূর্ণভাবে অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য ১৯৭১ সাল হতে যে চক্রান্ত ষড়যন্ত্র চলে আসছে, তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামে এই কোটাবিরোধী কর্মসূচীতে আমাদের কোমলমতি অবুঝ সন্তানদের ও ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই সকল মুখোশধারীদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, কতিপয় স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী ছাড়া সারা বাংলার জনগণ মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী বংশধরদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল। এখান থেকে স্বাধীনতা বিরোধী শক্তি শত চেষ্টা করেও জাতিকে সরাতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *