আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকোট ইউনিয়নে মুরাদ হোসেন মনা (২৩) নামের এক যুবক ক্যাসিনো খেলায় বিপুল পরিমাণ টাকা হারিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে। নিহত মুরাদ পশ্চিম পরকোট ইউনিয়নের মন্টু মেম্বারের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেন পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন মনা দশঘরিয়া বাজারের অনলাইনে ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে পড়ে। ক্যাসিনো খেলায় বিপুল পরিমাণ টাকা হেরে গিয়ে বুধবার বিকেলে সে বিষপান করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মুরাদের অবস্থা অবনতি দেখলে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, দশঘরিয়া বাজারের একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধভাবে অনলাইনে ক্যাসিনো ব্যবসা করে যুবকদের মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ নাহলে মুরাদের মতো আরও অনেকে আত্মহত্যা করতে পারে । তাই অবৈধভাবে অনলাইন ক্যাসিনো খেলা বন্ধ করার জন্য এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আত্মহত্যার বিষয়ে তিনি জানেন না। তবে ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।