বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন

একজন ওসির আবেগপ্রবণ বিদায়

Oplus_131072

মিনহাজ আলী: জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বদলিজনিত বিদায় বেলায় তার সাথে দেখা করতে আসা বিভিন্ন পর্যায়ের শতাধিক সাধারণ মানুষ ও কর্মকর্তাদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারাও তাদের চোখে পানি ধরে রাখতে পারেনি। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একজন পুলিশ কর্মকর্তাকে মানুষ এত আপন ও ভালোবেসেছেন তা চোখে না দেখলে অনুভব করা সম্ভব নয়।

৩০ সেপ্টেম্বর থেকে বুধবার বিকেল পর্যন্ত ওসির বিদায় বেলায় তার বাসা এবং থানা প্রাঙ্গণসহ রাস্তায় এই দৃশ্যের সৃষ্টি হয়। মনে হচ্ছিল ক্ষেতলালবাসী যেন তাদের হৃদয়ের একজন মানুষকে হারিয়ে ফেলেছে। তার বিদায়কালে বুধবার বিকেলে থানায় শতাধিক মানুষ জড়ো হয়ে তাকে বিদায় জানায়।

এ দৃশ্য দেখে মনে হচ্ছিল ওসি মো. আনোয়ার হোসেন যেন ক্ষেতলালবাসীদের কাছে একজন মানবদরদী ও জননন্দিত মানুষ ছিলেন। আসলে তা হচ্ছে, কর্মস্থলে সে দীর্ঘ ১৬ মাস দায়িত্ব পালনকালে মানুষকে যথাযথ সেবা ও নিরাপদে তাদের ঘুমানোর নিশ্চয়তা দিয়েছেন বলে।

ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, ওসি মো. আনোয়ার হোসেন জনগণের সকল প্রকার সেবার পাশাপাশি অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এদিকে, ওসি বদলি হওয়ার বিষয়টি ক্ষেতলাল থানা এলাকায় ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, শ্রমিক, ব্যবসায়ী ও নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষেতলাল থানায় ভিড় জমায়।

এ সময় তাদের হৃদয়ে জমা থাকা কথা বলেন। তার জন্য দোয়া করেন এবং দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই। তার পরিবারের জন্য শান্তি কামনা করেন তারা।

অনেক প্রবীন লোকজন, বিভিন্ন পর্যায়ের শ্রেণি পেশার মানুষ ও আলেম ওলামারা ওসি মো. আনোয়ার হোসেনকেকে তাদের হৃদয় থেকে দোয়া করতে দেখা যায়।

অনেকে বলেন, ক্ষেতলাল থানায় এমন মানবিক, সামাজিক ও জনদরদী, মানুষের কল্যানে কাজ করে এমন ওসি তারা এর আগে পাননি। যিনি ক্ষেতলাল থানায় দায়িত্ব পালনকালে এ এলাকার সকল আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ দমনে সক্ষম হয়েছেন। ফলে একজন কর্মঠ, দক্ষ পুলিশ অফিসারকে বিদায় দিতে সবার কষ্ট হচ্ছিল। উল্লেখ্য, তার বদলির কথা জানতে পেরে থানার সাধারণ মানুষ বদলি স্থগিত করতে মানববন্ধনও করেছিলেন।

গণমাধ্যমকর্মীরা বলেছেন, আমাদের এ সমাজে অনেক মানুষ আছে। তবে ভালো সেবা বা ভালোবাসার মানুষের অভাব রয়েছে। যার কারণে অনেক দিন পর একজন ভালো ওসিকে ক্ষেতলাল থানার মানুষ পেয়ে তাকে ভুলতে পারছিল না। যিনি ক্ষেতলাল সাংবাদিকদেরও পেশাগত দায়িত্ব পালনে সব সময় তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। যুগ যুগ ধরে ভালো ও নীতিবান মানুষের মর্যাদা এ সমাজে থাকবে এটাই সত্যি। এজন্য ভালো মানের মানুষ ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেনকে বিদায় বেলায় তাকে জন্য দোয়া ও শুভ কামনা জানাচ্ছি।

এ ব্যাপারে ক্ষেতলাল থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৬ মাস থানায় ওসির দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সময়ে নিজের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। দিন-রাত থানাবাসীসহ সকল নাগরিকদের সেবা দিয়েছি। পুলিশই জনতা আর জনতাই পুলিশ- এই শ্লোগানকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সকল শ্রেণি পেশার মানুষদের পাশে থেকে তাদের সুখে দুখে সহযোগিতা করেছি সাধ্য অনুযায়ী। তাই বিদায় বেলায় তাদের এমন ভালোবাসায় আমি ধন্য এবং কৃতজ্ঞ। পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নতুন কর্মস্থলের জন্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ