
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড নিয়ে খানসামা-জয়গঞ্জ পাকা রাস্তা বন্ধ করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল আত্রাই নদীর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে নদীর পার্শ্বে সরকারি জমিতে খাসপাড়া নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাম্প ট্রাক দিয়ে বালু পরিবহন করায় এলাকার ছোট বড় রাস্তা ভেঙে ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে রাস্তায় এলোমেলোভাবে ডাম্প ট্রাক থাকায় জনসাধারণের চলাচলে অসুবিধাসহ যেকোন মুর্হূতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে বালু উত্তোলন ও ডাম্প ট্রাক বন্ধের দাবি জানান বক্তারা।
আর যদি কর্তৃপক্ষ বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
পরে তারা বালুঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেন, বালুঘাট বন্ধ কর, বন্ধ কর। ডাম্প ট্রাক চলবে না, চলবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, এলাকার মানুষ যেটা চাচ্ছে না, সেটা বন্ধ হবে। এলাকার মানুষের সমস্যা হয় এমন কোনো কাজ চলতে দেওয়া হবে না। অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।