রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় এআইআইবির বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের দাবি

উত্তম দাস, খুলনা ব্যুরো: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বার্ষিক সভার আগে খুলনা শহরে জলবায়ু আন্দোলনকারী, পরিবেশবাদী সংগঠন এবং উদ্বিগ্ন নাগরিকদের একটি শক্তিশালী জোট মঙ্গলবার বিক্ষোভের আয়োজন করেছে।

সমাবেশটি ‘এআইআইবি: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো, নোংরা জীবাশ্ম জ্বালানিতে নয়’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, এআইআইবি যেন জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বিনিয়োগ বাড়ায়। এই ব্যাংকটি এখনো জীবাশ্ম জ্বালানি ভিত্তিক অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করছে। যদিও বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি রয়েছে।

২০২৪ সালের এআইআইবির বার্ষিক সভা ২৫-২৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত হবে। তার মূল বিষয়বস্তু ‘সকলের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ’। এটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেয়।

সমাবেশে বিক্ষোভকারীরা উল্লেখ করেন, তেল, কয়লা এবং গ্যাস প্রকল্পে এআইআইবি-র বিনিয়োগ তাদের মিশনের সাথে সাংঘর্ষিক এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় সহায়ক নয়।

খুলনায় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দিয়ে এআইআইবি-র কাছে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানায়। যা প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা এআইআইবি-কে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের জন্য অর্থায়ন বন্ধ করতে এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়, যেমনটি সম্প্রতি বাংলাদেশের সাবেক সরকারের সাথে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিতে ছিল জীবাশ্ম জ্বালানির ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য।

ধ্রুব বাংলাদেশের নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, ‘এআইআইবি-কে নবায়নযোগ্য শক্তিতে অর্থায়ন করতে হবে। এলএনজি বা অন্য কোনো জীবাশ্ম জ্বালানিতে নয়। আমাদের সম্প্রদায়ের এবং পৃথিবীর ভবিষ্যৎ একটি পরিষ্কার শক্তির দ্রুত পরিবর্তনের উপর নির্ভরশীল। আমরা দাবি করছি এআইআইবি যেন ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করে এবং টেকসই অবকাঠামো নির্মাণের জন্য প্রকৃত সমাধানে বিনিয়োগ করে।’

আরেক জলবায়ু কর্মী বলেন, ‘এ বছরের সভার মূল বিষয়বস্তু, টেকসই অবকাঠামো নির্মাণ। যা শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমেই অর্জিত হতে পারে। জীবাশ্ম জ্বালানির আর কোনো ভবিষ্যৎ নেই। এআইআইবি-কে এটি স্বীকার করতে হবে যদি তারা সত্যিকারের টেকসই উন্নয়ন ও জলবায়ু স্থিতিস্থাপকতা সমর্থন করতে চায়।’

খুলনার এই বিক্ষোভটি একটি বৃহত্তর প্রচারণার অংশ। যা এআইআইবি-কে জীবাশ্ম জ্বালানি অর্থায়ন বন্ধ করার আহ্বান জানায় এবং নবায়নযোগ্য শক্তির বৈশ্বিক রূপান্তরে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করে।

বিক্ষোভে পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থী, নারী এবং স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিত্বকারী মানুষ অংশগ্রহণ করেন এবং ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ

bnen