
উত্তম দাস, খুলনা: বেসরকারি সংস্থা ধ্রুব, খুলনা এর বাস্তবায়নে, এবং ক্লিন ও বিডাব্লিউজিইডি-এর যৌথ আয়োজনে টেকসই জ্বালানির ভবিষ্যৎ ও বিকল্প জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি খাতের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতনতা বাড়াতে আজ খুলনার ওয়েষ্টার্ণ ইন হোটেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, স্বল্প-মেয়াদি ও দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান নির্বাহী জনাব হাসান মেহেদী। মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি বলেন- ‘দেশের বার্ষিক বিদ্যুৎ চাহিদা প্রতি বছর ৬.৫ থেকে ৮.৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, তবে ২০৩০ সালের মধ্যে এটি ৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৪ শতাংশে-এ নেমে আসতে পারে। এই অনুসারে, বিদ্যুৎ চাহিদা ২০৩০ সালে ১২৮ টেরাওয়াট-ঘন্টা (TWh), ২০৪১ সালে ২৩১ টেরাওয়াট-ঘন্টা এবং ২০৫০ সালে ৩১৮ টেরাওয়াট-ঘন্টায় পৌঁছাতে পারে।’ তিনি আরো বলেন- ‘দেশের শিল্পখাতের ছাদ ব্যবহার করে ৫,০০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করা সম্ভব, যা বছরে ৮,১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। একইভাবে, আবাসিক ভবনের ছাদে ২৫,০০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করে বছরে ৪৮,৬২০ মেগাওয়াট (MW) বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই টেকসই ও দক্ষ জ্বালানি পরিকল্পনার কৌশলগত পরিবর্তন জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণকে কমিয়ে আনবে।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী, উপ-পরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসন অফিস, খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মতিউর রহমান, প্রকল্প পরিচালক ও প্রধান, নবায়নযোগ্য জ্বালানি বিভাগ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), সঞ্জয় রায়, উপ-মহাব্যবস্থাপক, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, মোহাম্মদ জাবেদ হোসেন, খুলনা সিটি কর্পোরেশন, আয়নাল হোসেন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা এবং প্রফেসর আনোয়ারুল কাদির, স্বাগত বক্তব্য রাখেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব এস এম আতহার আলী।
উক্ত অনুষ্ঠানে সভা-সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব গৌরঙ্গ নন্দী, সভাপতি, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ (সিইপিআর) মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান , রূপান্তরের নির্বাহী পরিচালক জনাব স্বপন গুহ , সাংবাদিক সাইফুর মিনা, এডভেকোট মোঃ বাবুল হাওলাদার, সহ আরো অনেকে।
আলোচনা সভায় সম্মানিত বক্তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে মত বিনিময় করেন। তারা টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উপর গুরুত্ব দেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।