বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলনা পিস্তল দেখিয়ে হুমকির ঘটনায় আটক ৫

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক।

আটকরা হলেন শিবপুর গ্রামের মেহেদী হাসান, নিশিপুর গ্রামের আব্দুল ওয়াহেদ কমল, ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের শাকিল, একই গ্রামের শরিফুল ইসলাম এবং শাহিন আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঝগড়ার একপর্যায়ে শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান পকেট থেকে একটি পিস্তলের মতো বস্তু বের করে প্রতিবেশীদের হুমকি দেন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মেহেদী হাসানসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ।
ওসি মো. মমতাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং পাঁচজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে পিস্তল দিয়ে ভয় দেখানো হয়েছিল, সেটি ছিল খেলনা পিস্তল।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ