বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থান দিবসে সরাইলে যুবদলের শোভাযাত্রা ও গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে এক বিশাল ও ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রা এবং গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলমের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়।

এর আগে সকাল থেকেই সরাইল উপজেলা যুবদল, ছাত্রদল, তরুণ দল ও তাঁতী দলের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণের জন্য মাঠে জড়ো হতে থাকেন। একসময় পুরো মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত দৃশ্য।

দুপুর ১২টার দিকে বিশাল মিছিলটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের হাসপাতাল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী সময়ে উপজেলা পরিষদ চত্বরে এক আনন্দঘন গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাকিব মিয়া, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ পারভেজ আলম, উপজেলা ছাত্রদল নেতা শিবলী সাদিক, উপজেলা তরুণ দল নেতা ছাদেক মিয়াসহ যুবদল, ছাত্রদল, তরুণ দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন— ওই দিন ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিন, যেদিন দেশবাসী একসঙ্গে রাস্তায় নেমে গণতন্ত্রের জয় নিশ্চিত করেছিল।

আয়োজনে উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আবেগময়।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দিবসে সরাইল উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনসমূহের এমন সক্রিয় ও ঐক্যবদ্ধ অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ