শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

গণজাগরণের মুকাভিনয় উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতির এক সমৃদ্ধ রূপায়ব মুকাভিনয়। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই মুকাভিনয়ের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে মুকাভিনয় বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে মুকাভিনয়।

উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩০টি মুকাভিনয় দলের পরিবেশনায় ৩-৫ অক্টোবর পর্যন্ত ‘গণজাগরণের মুকাভিনয় উৎসব ২০২৩ আয়োজন করে।

আজ ৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গণজাগরণের মুকাভিনয় উৎসব উদ্বোধন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *